শিমুলের মূল খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম
শিমুলের মূল খাওয়ার উপকারিতা এবং শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আপনি যদি শিমুলের মুল সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধু মাত্র আপনার জন্য।
এছাড়াও আজকের আর্টিকেল আরও আলোচনা করা হয়েছে শিমুলের মূল খাওয়ার নিয়ম সহ শিমুলের মূল সম্পর্কে বিভিন্ন তথ্য। সুতরাং সময় ক্ষেপন না করে আর্টিকেলটি বিস্তারিত ভাবে পড়ুন।.
শিমুলের মূল খাওয়ার উপকারিতা
শিমুল গাছ একটি বহুল পরিচিত গাছ। এই গাছে তুলা দিয়ে আমরা সাধারণত বালিশ, ল্যাপ ইত্যাদি প্রয়োজনীয় পণ্য তৈরি করে থাকি। কিন্তু এগুলো ছাড়াও এই গাছের রয়েছে নানাবিদ ঔষধি গুণ। যা সেবন করলে বিভিন্ন রোগ বালায় থেকে মুক্তি পাওয়া যায় খুবই দ্রুত। অনেকে এই শিমুল মূলকে প্রাকৃতিক ভায়াগ্রাও বলে থাকেন।
এই শিমুল গাছের বৈজ্ঞানিক নাম হল ''Bombax Ceiba''. এই গাছটি ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং ও তাইওয়ানে প্রচুর চাষাবাদ হয়ে থাকে। তবে আমাদের দেশের গ্রামাঞ্চলে এই গাছটি বেশি দেখা যায়। এই গাছর অর্থাৎ ছোট শিমুল গাছের মাটির নিচের যে অংশটি থাকে, সেইটি মূলত শিমুল মূল হিসেবে পরিচিত।
আজকের আর্টিকেলের মাধ্যমে শিমুলের মূল খাওয়ার উপকারিতা, এই শিমুল মূল খাওয়ার প্রকৃত নিয়ম সহ শিমুল মূল সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করা হয়েছে। সুতরাং আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে শিমূল মুলের সকল উপকারিতা ও এ মূল সম্পর্কে বিভিন্ন তথ্য গুলো জেনে নিন।
শিমুলের মূল খাওয়ার উপকারিতা-
- রক্ত আমশয় দূর করে;
- ফোঁড়া দূর করে;
- মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব দূর করে;
- মায়ের বুকের দুধ বৃদ্ধি করে;
- শারীরিক দুর্বলতা দূর করে;
- যৌন দুর্বলতা দূর করে;
- শুক্রানু বৃদ্ধি করে;
- মেচতা দূর করে;
- ব্রণ ও ব্রণের দাগ দূর করে;
- শরীরে পুষ্টি যোগায়;
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে;
- এগুলোই শিমুলের মূল খাওয়ার উপকারিতা।
শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম
রক্ত আমশয় দূর করে: আপনি যদি রক্ত আমশায়ের মতো জটিল সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তির জন্য অন্যতম ভেষজ হল শিমুলের মূল। রক্ত আমশয় দূর করার জন্য প্রথমে আপনাকে শিমুল মূলের চূর্ণ বা পাউডার করে নিতে হবে। এরপরে ছাগলের দুধের সাথে পরিমান মতো শিমুল মূলের চূর্ণ মিশ্রণ করে নিন।
এরপরে পান করুন। এতে করে আপনার রক্ত আমশয়ের মতো জটিল সমস্যা দ্রুত দূর হয়ে যাবে এবং সেই সাথে আপনি সুস্থ্যও থাকবেন। সুতরাং আপনি যদি এ সমস্যার সম্মূখীন হয়ে থাকেন, তাহলে এই ভেষজের ব্যবহার করতে পারেন।
ফোঁড়া দূর করে: আমাদের শরীরের বিভিন্ন স্থানে অনেক সময় ফোঁড়া হয়ে থাকে। আর এই ফোঁড়া হওয়ার জন্য সেই স্থানে প্রচন্ড ব্যথাও করে যা খুবই কষ্টকর। কিন্তু আপনি যদি এ ফোড়ার ব্যথা দূর করতে চান, তাহলে শিমুল মূল বেটে ফোঁড়ার স্থানে ব্যবহার করতে পারেন। এতে করে ব্যথা কমে যাবে।
মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব দূর করে: অনেক সময় বিভিন্ন কারনে মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবের মতো সমস্যা সৃষ্টি হয়ে থাকে। যা খুবই যন্ত্রণাদায়ক। আর এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি দিতে পারে শিমুল মূল। সুতরাং আপনি যদি এ সমস্যায় ভুগে থাকেন, তাহলে নিয়মিত শিমুল মূল খেতে পারেন।
মায়ের বুকের দুধ বৃদ্ধি করে: বাচ্চা প্রসবের পরে অনেক মায়ের বুকের দুধ সঠিক পরিমাণে তৈরি হয় না। যা মা ও নবজাতকের জন্য কষ্ট কর একটি ব্যপার। তাই আপনার যদি এ সমস্যার সম্মূখীন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এই শিমুলের মূল খেতে পারেন। এতে করে দুধ বৃদ্ধি হবে।
শারীরিক দুর্বলতা দূর করে: আপনি যদি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন, তাহলে এ সমস্যা থেকে মুক্তির জন্য আপনি চাইলে শিমুল মূলের চূর্ণ বা পাউডারের সাথে মধু মিশ্রণ করে সেবন করতে পারেন। এতে করে আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে এবং আপনি হবেন সুস্থ্য সবল।
যৌন দুর্বলতা দূর করে: আপনি যদি যৌন দুর্বলতার মও জটিল সমস্যা ভুগে থাকেন, তাহলে এ সমস্যা থেকে মুক্তির জন্য আপনি চাইলে শিমুল মূলের চূর্ণ বা পাউডারের সাথে মধু মিশ্রণ করে সেবন করতে পারেন। এতে করে আপনার যৌন দুর্বলতা দূর হয়ে যাবে এবং আপনি থাকবেন সুস্থ্য সবল।
শুক্রানু বৃদ্ধি করে: আপনার শুক্রানু পরিমান যদি অনেক কম থাকে এবং বীর্য পাতলা হয়ে থাকে, তাহলে নিয়মিত শিমুলের মূল সেবন করতে পারেন। এতে করে আপনার শুক্রানু বৃদ্ধি পাবে এবং বীর্য ও গাড় হবে। শিমুলের মূল খাওয়ার উপকারিতা গুলোর মধ্যে অন্যতম।
মেচতা দূর করে: অনেকেই মেচতার মতো অস্বস্তিকর ও বিব্রতকর সমস্যায় ভুগে থাকেন। এ সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে শিমুল মূলের সঠিক ব্যবহার।
ব্রণ ও ব্রণের দাগ দূর করে: অনেকেই ব্রণ ও ব্রণের দাগ মতো অস্বস্তিকর ও বিব্রতকর সমস্যায় ভুগে থাকেন, আর এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে শিমুলের মূল।
শরীরে পুষ্টি যোগায়: আপনি যদি পুষ্টি হীনতায় ভুগে থাকেন, তাহলে নিয়মিত শিমুলের মূল সেবন করতে পারেন। এতে করে আপনার আপনার শরীর সুস্থ্য ও সুন্দর থাকবে।
শিমুল মূল পাউডার খাওয়ার উপকারিতা
প্রিয় পাঠক, ইতিমধ্যে শিমুলের মূলের উপকারিতা সম্পর্কে জেনেছেন। সুতরাং আপনি কাঁচা শিমুলের মূল খান কিংবা পাউডার বা চূর্ণ করে খান এর উপকারিতা আপনি পাবেন।। আর আপনি যদি উপরের অংশটুকু না পড়ে এখানে চলে আসেন, তাহলে অনুগ্রহ করে পড়ে নিতেন। এত করে শিমুল মূল পাউডার খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন।
শিমুল মূল খাওয়ার নিয়ম
- আপনি চাইলে কাঁচা শিমুল মূল সেবন করতে পারেন।
- শিমুল মূলের পাউডার বা চূর্ণ দুধের সাথে মিশ্রণ করেও সেবন করতে পারেন। এতে করে উপকারিতা বেশি পাবেন।
- শিমুল মূলের চূর্ণ বা পাউডার পানির সাথে মিশ্রণ করে সেবন করতে পারেন।
- এছাড়াও শিমুল মূলের পাউডার বা চূর্ণ মধুর সাথে মিশ্রণ করেও সেবন করতে পারেন। এগুলোই মূলত শিমুল মূল খাওয়ার নিয়ম।
শিমুল মূলের পার্শ্বপ্রতিক্রিয়া
শিমুল মূলের বেশ কিছু পার্শ্বপতিক্রিয়া আছে। সেগুলো হল-
- বমি বমি ভাব বা বমি হতে পারে।
- মাথা ঘোরা।
- রক্তচাপ বেড়ে যেতে পারে।
- জ্বর হতে পারে।
- পেট ব্যথা হতে পারে।
- ডায়রিয়া হতে পারে।
- গর্ভপাত হতে পারে।
- শিশুর জন্মগত সমস্যা।
- শিশুর ওজন কমে যাওয়া।
- র্যাস বের হওয়া। শিমুল মূলের পার্শ্বপ্রতিক্রিয়া এগুলোই। তাই পরিমাণের বেশি শিমুলের মূল সেবন না করায় উচিৎ।
শিমুলের মূল কখন খাওয়া উচিত?
শিমুলের মূল কখন খাওয়া উচিত এ সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন, শিমুলের মূল খাওয়ার সঠিক সময় হল সকালে নাস্তার পরে এবং দুপুরের খাবারের পূর্বে খেতে পারেন।
শিমুলের মূল খেলে কি বীর্য গাঢ় হয়?
শিমুলের মূল খেলে কি বীর্য গাঢ় হয়- হ্যাঁ নিয়মিত কাঁচা শিমুলের মূল খেলে বীর্য গাড় হয় এবং শুক্রানুর পরিমান বৃদ্ধি হয়।
বীর্যমূল খাওয়ার উপকারিতা কি কি?
বীর্যমূল খাওয়ার উপকারিতা কি কি এ সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন ধরনের তথ্য জেনে গেছে। যদি সরাসরা এখানে চলে আসেন, তাহলে অনুগ্রহ আর্টিকেলের উপরের অংশটি পড়ুন। এতে করে বিস্তারিত তথ্য গুলো জানতে পারবেন।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন যে, শিমুলের মূল খাওয়ার উপকারিতা এবং এটি খাওয়ার নিয়ম। সুতরাং আপনি যদি উপরোক্ত সমস্যায় ভুগেন বিশেষ করে যৌন সমস্যায় তাহলে নিয়মিত এই শিমুলের মূল সেবন করুন। এতে করে আপনার এ ধরনের সমস্যা দূর হয়ে যাবে।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে পরিচিতদের মাঝে শেয়ার করবেন। আর আজকের আর্টিকেলের কোনো তথ্য আপনার কাছে ভুল প্রমাণিত হলে অনুগ্রহ করে সঠিক তথ্য প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করবেন।
সেই সাথে এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের তথ্য পেতে আপনাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করুন। এতোক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url