এশিয়া মহাদেশের দেশ কয়টি ও এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং সেই সাথে এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনি যদি একজন চাকরি পার্থী কিংবা ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য।
এছাড়াও আজকের আর্টিকেলের মাধ্যমে এশিয়া মহাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুতরাং সময় ক্ষেপন না করে সকল তথ্য জেনে নিন বিস্তারিত ভাবে।
ভূমিকা
আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূখন্ডকে বলা হয়ে থাকে মহাদেশ। সারা পৃথিবীতে বড় বড় ভূখণ্ড বা মহাদেশের সংখ্যা হল ৭ টি। আর এই ৭ টি মহাদেশ গুলোর মধ্যে আয়তনের দিক দিয়ে এবং সেই সাথে জনসংখ্যার দিক দিয়েও সবচেয়ে বড় বা পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ।
আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থান পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশে। আর এই এশিয়া মহাদেশের অবস্থান পূর্ব ও উত্তর গোলার্ধে। এই মহাদেশে ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। এই মহাদেশের পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে আফ্রিকা মহাদেশ, উত্তরে ইউরোপ মহাদেশ এবং দক্ষিণে ভারত মহাসাগর।
আজকের আর্টিকেলে এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি একজন চাকরি পার্থী কিংবা ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজলের আর্টিকেল সম্পূর্ণ ভাবে পড়তে পারেন। কেননা বিভিন্ন ধরনের পরীক্ষায় এশিয়া মহাদেশ থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে।
এশিয়া মহাদেশের দেশ কয়টি
এশিয়া মহাদেশে কয়ট দেশ রয়েছে এই বিষয়ে হইতো অনেকে নাও জানতে পারেন। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানাবো। তাহলে চলুন জেনে নিন এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে।পৃথিবীর সবচেয়ে বৃহত্তর মহাদেশ হল এশিয়া মহাদেশ।
আরও পড়ুন: জেনে নিন বাংলাদেশের বিভাগ কয়টি কি কি।
এশিয়া মহাদেশে ছোট বড় মিলিয়ে ৪৯ টি দেশ রয়েছে। সেই সাথে এশিয়া মহাদেশের দেশগুলোকে মোট ছয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো - দক্ষিণ এশিয়া , দক্ষিণ-পূর্ব এশিয়া , পশ্চিম এশিয়া , উত্তর-পশ্চিম এশিয়া , মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য।
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
এশিয়া মহাদেশের দেশ কয়টি দেশ রয়েছে এই সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন। তাহলে চলুন এবার জেনে নিই এশিয়া মহাদেশের দেশ গুলোর নাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
দক্ষিণ এশিয়া
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ, দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল-
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- আফগানিস্তান
- ভুটান
- নেপাল
- শ্রীলংকা
- মালদ্বীপ
দক্ষিণ-পূর্ব এশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়াতে ১১ টি দেশ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
- মালয়েশিয়া
- পূর্ব তিমুর
- ব্রুনাই
- ইন্দোনেশিয়া
- মায়ানমার (বার্মা)
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- কম্বোডিয়া
- সিঙ্গাপুর
- লাওস
- ফিলিপাইন
পশ্চিম এশিয়া
পশ্চিম এশিয়াতে ৫ টি দেশ রয়েছে। পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
- তুরস্ক
- সিরিয়া
- লেবানন
- ফিলিস্তিন
- ইসরাইল
পূর্ব এশিয়া
পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের ৬ টি দেশ রয়েছে। পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
- চীন
- উত্তর কোরিয়া
- দক্ষিণ কোরিয়া
- জাপান
- মঙ্গোলিয়া
- তাইওয়ান
- মধ্য এশিয়ার
মধ্য এশিয়া
মধ্য এশিয়ার ৬ টি দেশ, মধ্য এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
- উজবেকিস্তান
- আজারবাইজান
- তুর্কমেনিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজিস্তান
মধ্যপ্রাচ্যে
উত্তর-পশ্চিম এশিয়াকে মধ্যপ্রাচ্যে বলা হয়। মধ্যপ্রাচ্যে ১০ টি দেশ রয়েছে। মধ্যপ্রাচ্যে বা উত্তর-পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
- ইরান
- ইরাক
- কাতার
- কুয়েত
- জর্ডান
- ইয়েমেন
- সৌদি আরব
- ওমান
- সংযুক্ত আরব আমিরাত
- ফিলিস্তিন
- ইসরাইল
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, মুদ্রা, আইনসভা সহ গুরুতেপূর্ণ তথ্য
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ, দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও পরিচয় হল –
বাংলাদেশদক্ষিণ-পূর্ব এশিয়াতে ১১ টি দেশ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
পশ্চিম এশিয়াইয় ৫ টি দেশ রয়েছে। পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের ৬ টি দেশ রয়েছে। পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম হল –
- বাংলাদেশ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্ট্রীয় নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
- রাজধানী-ঢাকা।
- বাণিজ্যিক রাজধানী- চট্রগ্রাম।
- রাষ্ট্রভাষা-বাংলা।
- মুদ্রার নাম-টাকা।
- মোট ০৮ টি বিভাগ রয়েছে।
- আইনসভা - জাতীয় সংসদ (National parlament)
- মোট আয়তন-১,৪৭,৬১০ বর্গকিঃমিঃ।
- মোট জনসংখ্যা-১৬কোটি ৯৪ লক্ষ ।
- কেন্দ্রীয় ব্যাংকের নাম- বাংলাদেশ ব্যাংক।
ভারত
- ভারত ১৫ আগষ্ট ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্ট্রীয় নাম - ভারত প্রজাতন্ত্র।
- রাজধানী- নয়াদিল্লি।
- মুদ্রার নাম- রুপি।
- রাষ্ট ভাষা- হিন্দ।
- মোট ২৯ টি প্রদেশ বা রাজ্য রয়েছে।
- জাতির জনক- মহাত্মা গান্ধী।
- আইনসভা- দুই কক্ষ বিশিষ্ট। (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ)
- প্রজাতন্ত্র ঘোষিত হই-২৬ জানুয়ারী ১৯৫০ সালে
- আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩বর্গ কিঃমিঃ।
- জনসংখ্যা ১৪০কোটি ৭৫ লক্ষ ৬৩ হাজার ৮৪২ জন।
- এবং জনসংখ্যার দিক দিয়ে ভারত দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম দেশ।
- কেন্দ্রীয় ব্যাংকের নাম- Reserve Bank of India.
পাকিস্তান
- পাকিস্তান ১৪ আগষ্ট ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান।
- রাজধানীর নাম- ইসলামাবাদ।
- রাষ্ট্রভাষা- উর্দু
- মুদ্রার নাম-রূপী।
- জাতির জনক মোহাম্মাদ আলী জিন্নাহ।
- আইনসভা - পার্লামেন্ট অব পাকিস্তান।
- আয়তন ৯ লক্ষ ৭ হাজার ৪৬০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্যা ২১ কোটি ২৭ লক্ষ ৪২ হাজার ৬৩১ জন।
- কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান (SBP)
আফগানিস্তান
- আফগানিস্তান ১৯১৯ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- আফগানিস্তান ইসলামি আমিরাত।
- রাজধানীর নাম- কাবুল।
- রাষ্ট্রভাষা- পশতু।
- মুদ্রার নাম- আফগানি।
- আইনসভা – আফগানিস্তান বিধানসভা।
- আয়তন ৬,৫২,২৩০ বর্গ কিঃমিঃ
- জনসংখ্য- ৪০.১ মিনিয়ন।
- কেন্দ্রীয় ব্যাংক- দ্যা আফগানিস্তান ব্যাংক
ভুটান
- ভুটানের ০৮ আগষ্ট ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কিংডম অব ভুটান।
- রাজধানীর নাম- থিম্পু ।
- রাষ্ট্রভাষা- জোংখা।
- মুদ্রার নাম- গুলট্রাম।
- আইনসভা – জাতীয় পরিষদ।
- আয়তন- ৪৬ হাজার ৫০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৭,৭৭,৪৮৬ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান
- ভুটান ধুমপান মুক্ত দেশ।
নেপাল
- নেপাল ১৬ জানুয়ারি ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- নেপালর পুরা নাঙহান রাজতান্ত্রিক নেপাল।(বর্তমান নাম- ফেডারেল ডেমোক্র্যাটিক
- রিপাবলিক)।
- রাজধানীর নাম- কাঠমণ্ডু।
- রাষ্ট্রভাষা- নেপালি।
- মুদ্রার নাম- নেপালি রুপি ।
- আইনসভা – নেপালের সংসদ।
- আয়তন -১,৪৭,১৮১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৮০,৯৫,৭১৪ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- নেপাল রাষ্ট্র ব্যাংক।
- নেপালকে হিমালয় কন্যা বলা হই।
শ্রীলংকা
- শ্রীলংকার ৪ জানুয়ারি ১৯৮৭ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- শ্রীলঙ্কা প্রজাতান্ত্রিক সমাজবাদী জনরাজ্য।
- শ্রীলংকা পূর্ব নাম সিংহল।
- রাজধানীর নাম- কলোম্ব ।
- রাষ্ট্রভাষা- সিংহলী।
- মুদ্রার নাম- শ্রীলঙ্কান রূপি ।
- আইনসভা – গনতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
- আয়তন- ৬৫,৬১০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২২,১৫৬,০০০ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা।
মালদ্বীপ
- মালদ্বীপ ২৬ জুলাই ১৯৬৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- মালদ্বীপ প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- মালে।
- রাষ্ট্রভাষা- ধিবেহী।
- মুদ্রার নাম- মালদ্বীপীয় রুফিয়াহ ।
- আইনসভা – গণমজলিস।
- আয়তন- ২৯৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫,২৯,৬৬৭ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব মালদ্বীপ।
মালয়েশিয়া
- মালয়েশিয়া ৩১ আগস্ট ১৯৫৭সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ফেডারেশন অব মালয়েশিয়া।
- রাজধানীর নাম- কুয়ালালামপুর ।
- রাষ্ট্রভাষা- মালয় ।
- মুদ্রার নাম- রিংগিত ।
- আইনসভা – সংসদ ।
- আয়তন- ৩,২৯,৮৪৫বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,২৭,৩০,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক নেগার মালয়েশিয়া।
পূর্ব তিমুর
- পূর্ব তিমুর ২৮ নভেম্বর ১৯৭৫ সালে সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম - দিলি। ।
- রাষ্ট্রভাষা- পুর্তগীজ, তেতুম।
- মুদ্রার নাম- মার্কিন ডলার।
- আইনসভা – জাতীয় সংসদ ।
- আয়তন- ১৫,০০৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১,৩৪০,৫১৩ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব তিমুর- লিস্ট।
ব্রুনাই
- ব্রুনাই ২৩ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- নেগারা ব্রুনাই দারুস সালা।
- রাজধানীর- বান্ডার সেরি বেগাইয়ান ব্রুনাই।
- রাষ্ট্রভাষা- মালয় ।
- মুদ্রার নাম- ডলার ।
- আইনসভা – সূরাহ পরিষদ ।
- আয়তন- ৫,৭৬৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- তিন লক্ষ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্রুনাই দারুস সালাম কেন্দ্রীয় ব্যাংক।
ইন্দোনেশিয়া
- ইন্দোনেশিয়া ১৭ আগষ্ট ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ইন্দোনেশিয় প্রজাতন্ত্রী।
- রাজধানীর- জাকার্তা নাম ।
- রাষ্ট্রভাষা- বাহাসা ইন্দোনেশিয়া।
- মুদ্রার নাম- ইন্দোনেশিয়ান রুপিয়াহ।
- আইনসভা – পিপলস কনসালনেটিভ অ্যাসেম্বিলি ।
- আয়তন- ১৯,০৪,৫৬৯ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২৬,১১,১৫,৪৫৬ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক ইন্দোনেশিয়া (বি আই)।
মায়ানমার (বার্মা)
- মায়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার।
- রাজধানীর নেপিডো নাম ।
- রাষ্ট্রভাষা- বার্মী ।
- মুদ্রার নাম- কিয়াট বা ক্যত ।
- আইনসভা – অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন ।
- আয়তন- ৬,৭৬,৫৭৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫৩,৫৮২,৮৫৫ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমার।
ভিয়েতনাম
- ভিয়েতনাম সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম-
- রাজধানীর নাম ।
- রাষ্ট্রভাষা- ।
- মুদ্রার নাম- ।
- আইনসভা –।
- আয়তন- বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- জন।
- কেন্দ্রীয় ব্যাংক-
থাইল্যান্ড
- থাইল্যান্ড সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম – থাই রাজ্য।
- রাজধানীর নাম - ব্যাংকক ।
- রাষ্ট্রভাষা- থাই ।
- মুদ্রার নাম- বাত ।
- আইনসভা – জাতীয় আইনসভা ।
- আয়তন- ৫,১৩,১২০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৬৬,১৭১,৪৩৯ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- Thanakhan Haeng Prathet Thai .
কম্বোডিয়া
- কম্বোডিয়া ০৯ নভেম্বর ১৯৫৩ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- পুরা নঙহান রাজতান্ত্রিক কম্বোডিয়া ।
- রাজধানীর নাম – ফনোম পেন (Phnom Penh)
- রাষ্ট্রভাষা- খমের।
- মুদ্রার নাম- রিয়াল ।
- আইনসভা – আইনসভা ।
- আয়তন- ১,৮১,০৩৫বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৪,০৭১,০১০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক-
সিঙ্গাপুর
- সিঙ্গাপুর ৯ আগষ্ট ১৯৬৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সিঙ্গাপুর প্রজাতন্ত্র।
- রাজধানীর- সিঙ্গাপুর নাম ।
- রাষ্ট্রভাষা- মালয়,চীনা,ইংরেজি ও তামিল ভাষা।
- মুদ্রার নাম- সিঙ্গাপুর ডলার ।
- আইনসভা – সংসদ।
- আয়তন- ৭১৯.৯ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫৬,০৭,৩০০ জন।
- কেন্দ্রীয় ব্যাংক- Monetary Authority of Singapore(এমএএস)।
লাওস
- লাওস ২২শে অক্টোবর। ১৯৫৩ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম-
- রাজধানীর নাম- ভিয়েনতিয়েন ।
- রাষ্ট্রভাষা- লাও ।
- মুদ্রার নাম- কিপ ।
- আইনসভা – জাতীয় সংসদ ।
- আয়তন- ২,৩৭,৯৫৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৭,২৭৫,৫৫৬ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক-
ফিলিপাইন
- ফিলিপাইন ১৯৪৬সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব ফিলিপাইন।
- রাজধানীর নাম- ম্যানিলা ।
- রাষ্ট্রভাষা- ফিলিপিনো ।
- মুদ্রার নাম- পেসো (Peso) ।
- আইনসভা – কংগ্রেস।
- আয়তন- ৩,০০,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯৮,৬৩০,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- Bangko Sentral ng Pilipinas
তুরস্ক
- তুরস্ক সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী তুরস্ক।
- রাজধানীর নাম- আঙ্কারা
- রাষ্ট্রভাষা- তুর্কি।
- মুদ্রার নাম- তুর্কি লিরা।
- আইনসভা – গ্রান্ড ন্যাশনাল আসেম্বলি।
- আয়তন- ৭,৮৩,৩৫৬ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,৩৬,১৪,৩৬২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অফ দ্যা রিপাবলিক অব তুর্কিয়ে ।
সিরিয়া
- সিরিয়ার স্বাধীনতা অর্জন-১ম স্বাধীনতা ঘোষণা- সেপ্টম্বর ১৯৩৬সাল।২য় স্বাধীনতা ঘোষণা- ১ জানুয়ারী ১৯৪৪ সাল। স্কীকৃতি- ১৭ এপ্রিল ১৯৪৬ সাল।
- রাষ্টীয় নাম- আরব প্রজাতন্ত্রী সিরিয়া ।
- রাজধানীর নাম- দামেস্ক ।
- রাষ্ট্রভাষা- আরবি।
- মুদ্রার নাম- সিরীয় পাউন্ড।
- আইনসভা – মজলিস আল-সাহাব।
- আয়তন- ১,৮৫,১৮০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২০,৩১৪,৭৪৭ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া।
লেবানন
- লেবানন ২২ নভেম্বর ১৯৪৩ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব লেবানন ।
- রাজধানীর নাম- বৈরুত।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- পাউন্ড ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বলি বা পার্লামেন্ট।
- আয়তন- ১০,৪৫২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৬,৮৫৯,৪০৮ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব লেবানন।
ফিলিস্তিন
- ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দেয়- ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মার্যাদা পায় ২৯ নভেম্বর ২০১২ ।
- রাষ্টীয় নাম- স্টেট অব পেলেস্টাইন (State of Palestine) ।
- রাজধানীর নাম- জেরুজালেম ।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- দিনার ।
- আইনসভা – জাতীয় পরিষদ।
- আয়তন- ৬,০২০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫১,৫৯,০৭৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ।
- ফিলিস্তিন বর্তমানে দখলদার ইসরাইল কতৃক দখলকতৃক অবস্থায় আছে।
চীন
- চীন ১ অক্টোবর ১৯৪৯ সালে স্বাধীনতা ঘোষণা দেন।
- রাষ্টীয় নাম- গন প্রজাতন্ত্রী চীন।
- রাজধানীর নাম- বেইজিং।
- রাষ্ট্রভাষা- ম্যান্দারিন চীনা ভাষা ।
- মুদ্রার নাম- ইউয়ান ।
- আইনসভা – জাতীয় গণ পরিষদ।
- আয়তন- ৯৫,৯৬,৯৬১বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১.৪১ বিলিয়ন জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – পিপলস ব্যাংক অব চায়না ।
দক্ষিণ কোরিয়া
- দক্ষিণ কোরিয়া ১৫ অক্টোবর ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কোরীয় প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- সিউল।
- রাষ্ট্রভাষা- কোরীয় ।
- মুদ্রার নাম- উয়ন ।
- আইনসভা –ন্যাশনাল অ্যাসেম্বলি।
- আয়তন- ১,০০,০৩২ বর্গ কিঃমিঃ স্থল ভাগ ও ২৯০ বর্গ কিঃমিঃ জল ভাগ।
- জনসংখ্য- ৫১,৭০৯,৯০৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক - ব্যাংক অব কোরিয়া ।
উত্তর কোরিয়া
- উত্তর কোরিয়া ১৫ অক্টোবর ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ।
- রাজধানীর নাম- পিয়ং ইয়াং ।
- রাষ্ট্রভাষা- কোরীয় ভাষা ।
- মুদ্রার নাম- উত্তর কোরীয় উয়ন।
- আইনসভা – সুপ্রিম পিপলস অ্যাসেম্বিলি ।
- আয়তন- ১,২০,৫৪০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২৩,৩০১,৭২৫ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব কোরিয়া ।
জাপান
- জাপান ১৯৫২ সালে স্বাধীনতা অর্জন করে। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।)
- রাষ্টীয় নাম- স্টেট অব জাপান।
- রাজধানীর নাম- টোকিও ।
- রাষ্ট্রভাষা- জাপানিজ বা নিপ্পন ।
- মুদ্রার নাম- ইয়েন ।
- আইনসভা – ডায়েট।
- আয়তন- ৩,৭৭,৯৪৪ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১২৬,৯১৯,৬৫৯ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব জাপান ।
মঙ্গোলিয়া
- মঙ্গোলিয়া ২৬ নভেম্বর ১৯২১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ।
- রাজধানীর নাম- উলানবাটার।
- রাষ্ট্রভাষা- মঙ্গোলীয় ।
- মুদ্রার নাম- তোগরিক ।
- আইনসভা – রাজ্য গ্রেট খুরাল ।
- আয়তন- ১৫,৬৪,১১৫.৭৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৬৪৬,৪৮৭ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ব্যাংক অব মঙ্গোলিয়া।
তাইওয়ান
- তাইওয়ানের রাষ্টীয় নাম- রিপাবলিক অফ চীন (আরওসি) ।
- রাজধানীর নাম- তাইপে ।
- রাষ্ট্রভাষা- ম্যান্দারিন ।
- মুদ্রার নাম- ডলার ।
- আইনসভা – Legislative Yuan ।
- আয়তন- ৩৬,১৯০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২৩,৩৪০,১৩৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব চায়না।
মধ্য এশিয়ার ৬ টি দেশ, মধ্য এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
উজবেকিস্তান
- উজবেকিস্তান ৩১ আগষ্ট ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করে এবং ১ সেপ্টম্বরকে উজবেকিস্তানের স্বাধীনতা দিবস ঘোষণা করা হই।
- রাষ্টীয় নাম- উজবেকিস্তান প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- তাশখন্দ ।
- রাষ্ট্রভাষা- উজবেক ও রুশ।
- মুদ্রার নাম- সোম ।
- আইনসভা – ।
- আয়তন- ৪,৪৭,৪০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩২,৯৭৯,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ।
আজারবাইজান
- আজারবাইজান ৩০ আগষ্ট ১৯৯১সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী আজারবাইজান ।
- রাজধানীর নাম- বাকু ।
- রাষ্ট্রভাষা- আজারবাইজানী ।
- মুদ্রার নাম- মানাত ।
- আইনসভা – ন্যাশনাল অ্যাসেম্বিলি ।
- আয়তন- ৮৬,৬০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯,৯১১,৬৪৬ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ।
তুর্কমেনিস্তান
- তুর্কমেনিস্তান ২৭ অক্টোবর ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- তুর্কমেনীয় ।
- রাজধানীর নাম- আশগাবাত ।
- রাষ্ট্রভাষা- তুর্কমেন ।
- মুদ্রার নাম- তুর্কমেন মানাত ।
- আইনসভা – আসেম্বলি (মজলিস) ।
- আয়তন- ৪,৯১,২১০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫,১১০,০২৩ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ।
তাজিকিস্তান
- তাজিকিস্তান ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- প্রজাতন্ত্রী তাজিকিস্তান।
- রাজধানীর নাম- দুশানবে ।
- রাষ্ট্রভাষা- ফার্সি (তাজিক)।
- মুদ্রার নাম- সমোনি ।
- আইনসভা – সুপ্রিম আসেম্বলি(মজলিসি অলি) ।
- আয়তন- ১৪৩,১০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮,৬১০,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব তাজিকিস্তান ।
কাজাখস্তান
- কাজাখস্তান ১৬ ডিসেম্বর ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কাজাখস্তান প্রজাতন্ত্র।
- রাজধানীর নাম- আস্তানা।
- রাষ্ট্রভাষা- কাজাখ ।
- মুদ্রার নাম- টেঙ্গে ।
- আইনসভা – রিপাবলিক অফ কাজাখস্তান ।
- আয়তন- ২,৭০০,০০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ১৭,৫৬৩,৩০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – ন্যাশনাল ব্যাংক অব কাজাখস্তান ।
- ভার্জিন ল্যান্ড বলা হই- কাজাখস্তানের স্তেপ অঞ্চলকে।
- কাজাখস্তানের রাজধানীকে Father of Apple tree বলা হই।
কিরগিজিস্তান
- কিরগিজিস্তান ৩১ আগষ্ট ১৯৯১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- কিরগিজ প্রজাতন্ত্র ।
- রাজধানীর নাম- বিশকেক ।
- রাষ্ট্রভাষা- কিরগিজ ।
- মুদ্রার নাম- কিরগিজিস্তানি সোম ।
- আইনসভা – সুপ্রিম কাউন্সিল।
- আয়তন- ১,৯৯,৯৫১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ,৫৮৬,৬০০[ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – কিরগিজ প্রজাতন্ত্র ন্যাশনাল ব্যাংক ।
উত্তর-পশ্চিম এশিয়াকে মধ্যপ্রাচ্যে বলা হয়। মধ্যপ্রাচ্যে ১০ টি দেশ রয়েছে। মধ্যপ্রাচ্যে বা উত্তর-পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও পরিচয়–
ইরাক
- ইরাক ১৯৩২ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অফ ইরাক।
- রাজধানীর নাম- বাগদাদ ।
- রাষ্ট্রভাষা- আরবি, কুর্দি ।
- মুদ্রার নাম- ইরাকি দিনার ।
- আইনসভা – মজলিস বা পিপলস হাউজ ।
- আয়তন- ৪,৩৮,৩১৭ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩০,৩৯৯,৫৭২ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক – সেন্ট্রাল ব্যাংক অব ইরাক।
ইরান
- ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সম্রাজ্য পারস্যের কেন্দ্র ।
- ১৫০১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান।
- ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামীপ্রজাতন্ত্র স্থাপন করা হয়।
- রাষ্টীয় নাম - ইসলামী প্রজাতন্ত্র ইরান।
- রাজধানীর নাম - তেহরান ।
- রাষ্ট্রভাষা- ফার্সি।
- মুদ্রার নাম- রিয়াল ।
- আইনসভা – ইসলামী মজলিশে শূরা।
- আয়তন- ১৬,৪৮,১৯৫ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৮১,০০০,০০০ জন প্রায় ।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব দ্যা ইসলামিক রিপাবলিক (Central Bank of the Islamic Republic of Iran.)
কুয়েত
- কুয়েত ১৯ জুন ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- স্টেট অব কুয়েত।
- রাজধানীর নাম- কুয়েত।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- কুয়েতি দিনার ।
- আইনসভা – জাতীয় পরিষদ।
- আয়তন- ১৭,৮১৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩,১০০,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত ।
কাতার
- কাতার ১৯৭১ সালে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- স্টেট অব কাতার
- রাজধানীর নাম- দোহা ।
- রাষ্ট্রভাষা- আরবী।
- মুদ্রার নাম- রিয়াল ।
- আইনসভা – মজলিস আস-শুরা ।
- আয়তন- ১১,৫৮১ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২,৬৭৫,৫২২ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- কাতার মনিটরী এজেন্সি।
জর্ডান
- জর্ডান ১৯৪৬ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- হাশেমিতে রাজতান্ত্রিক জর্ডান।
- রাজধানীর নাম- আম্মান ।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- জর্ডানীয় দিনার ।
- আইনসভা – মজলিস আল-আম্মা ।
- আয়তন- ৮৯,৩৪২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৫,৯২৪,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব জর্ডান।
ইয়েমেন
- উত্তর ইয়েমেন ১ নভেম্বর ১৯১৮ এবং দক্ষিন ইয়েমেন ৩০ নভেম্বর ১৯৬৭ সালসালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- রিপাবলিক অব ইয়েমেন।
- রাজধানীর নাম- সানা ।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- ইয়ামেনি রিয়াল ।
- আইনসভা –।
- আয়তন- ৫,২৭,৯৬৮ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ২৩,৮৩৩,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক-
সৌদি আরব
- সৌদি আরব সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- State of Saudi Arab consultative Assembly.
- রাজধানীর নাম- রিয়াদ ।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- রিয়াল
- আইনসভা – মন্ত্রীপরিষদ (বাদসা কতৃক নিযুক্তি)।
- আয়তন- ২১,৪৯,৬৯০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৩৩,০০০,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- সৌদি আরবের আর্থিক কতৃপক্ষ (এসএমএ)
ওমান
- ওমান ১৯৫১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- সালতানাত অব ওমান।
- রাজধানীর নাম- মাস্কাট ।
- রাষ্ট্রভাষা- আরবি ।
- মুদ্রার নাম- রিয়াল ।
- আইনসভা – পার্লামেন্ট (উচ্চকক্ষ : কাউন্সিল অব স্টেট (মজলিশ আল-দাওলা),
- নিম্নকক্ষ : কনসালটেটিভ অ্যাসেমব্লি (মজলিশ আল শুরা)।
- আয়তন- ৩,০৯,৫০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৪২,৯৮,৩২০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব ওমান ।
সংযুক্ত আরব আমিরাত
- সংযুক্ত আরব আমিরাত ২ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে।
- রাষ্টীয় নাম- ইউনাইটেড আরব আমিরেটস
- রাজধানীর নাম- আবুধাবি ।
- রাষ্ট্রভাষা- আরবি।
- মুদ্রার নাম- দিরহাম ।
- আইনসভা – মজলিশি ওয়াতিনি ইত্তিহাদ।
- আয়তন- ৮৩,৬০০ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য-৯,৪০০,০০০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- সেন্ট্রাল ব্যাংক অব দ্যা ইউনাইটেড আরব এমিরেটস।
ইসরাইল
ইসরাইল একটি দখলদার রাষ্ট্র । যারা ফিলিস্তিনি সাধারণ নাগরিকদের নির্বিচারে নির্যাতন, অত্যাচার, হত্যাসহ বিভিন্ন অমানবিক কর্মকান্ড চালাই। দখলদার ইসরাইলকে নিয়ে লিখার ইচ্ছা না থাকা সত্ত্বেও লিখতে হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ইসরাইল দখলদার রাষ্ট্র ।
- রাষ্টীয় নাম- স্টেট অফ ইসরাইল।
- রাজধানীর নাম- তেল আবিব, জেরুজালেম ।
- রাষ্ট্রভাষা- হিব্রু ।
- মুদ্রার নাম- ইসরাইলে শেকেল ।
- আইনসভা – ক্নেসেত ।
- আয়তন- ২২,০৭২ বর্গ কিঃমিঃ।
- জনসংখ্য- ৯,৩৪৮,৮৫০ জন প্রায়।
- কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব ইসরাইল।
- এগুলোই মূলত এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, মুদ্রা, আইনসভা সহ গুরুতেপূর্ণ তথ্য।
এশিয়া মহাদেশের মানচিত্র
এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি
এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করতে গেলে অনেকে সময় যে সব প্রশ্নের সম্মূখীন হতে হয় সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি এ সম্পর্কে। তাহলে চলুন জেনে নিন এ সম্পর্কে বিস্তারিত তথ্য।
এশিয়া মহাদেশের দেশ গুলোর মধ্যে ৪৪ টি স্বাধীন দেশ রয়ছে এবং ৩ টি স্বায়ত্তশাসিত দেশ রয়েছে। স্বায়ত্তশাসিত দেশ গুলো হল-
- তাইওয়ান
- হংকং এবং
- ম্যাকাও
এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি
এশিয়া মহাদেশের দেশ কয়টি এ সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন। কিন্তু এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করতে গেলে বেশির ভাগ সময় যে প্রশ্নের সম্মূখীন হতে হয় সেই হল এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি এ সম্পর্কে। তাহলে চলুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভূখন্ড বা মহাদেশ হল এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের মধ্যে আয়তনের দিক দিয়ে বৃহত্তম দেশ হল চীন। এমন কি জনসংখ্যার দিক দিয়েও এশিয়ার সবচেয়ে জন বহুল দেশ হল এই চীন। চীনকে আবার গণচীন ও বলা হয়ে থাকে।
এশিয়া মহাদেশের বৃহত্তম এই দেশের বা চীনের মোট আয়তন হল প্রায় ৯৫,৯৬,৯৬১ বর্গ কিলোমিটার এবং এই চীনের জনসংখ্যার পরিমান প্রায় ১.৪১ বিলিয়ন জন বা চীনের জন সংখ্যার পরিমান প্রায় ১৪০ কোটিরও বেশি।
এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি
এশিয়া মহাদেশের দেশ কয়টি এ সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন। এশিয়া মহাদেশ নিয়ে যে সব প্রশ্ন আমাদের মাঝে উঁকি দেয় সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি এ সম্পর্কে। সুতরাং এই বিষয়ে আপনি যদি সঠিক তথ্য না জেনে থাকেন তাহলে চিন্তিত হবার কোনো কারণ নেই।
আরও পড়ুন: জেনে নিন চাকরির জন্য সিভি লেখার নিয়ম।
কেননা আজকের আর্টিকেলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে। তাহলে চলুন জেনে নিই-
প্রতিটি মহাদেশ ছোট বড় বিভিন্ন দেশ নিয়ে গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ সম্পর্কে। এশিয়া মহাদেশের আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হল দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। আবার জনসংখ্যার দিক বিবেচনা করলে এই দেশটি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ।
এই দেশের মোট আয়তন হল প্রায় ৩০০ বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যার পরিমান ৩৪১,৩৫৬ জন প্রায়। তাই আয়তন এবং জনসংখ্যার দিক বিবেচনা করলে দেখা যায় যে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হল মালদ্বীপ।
সবচেয়ে বেশি সংখ্যক দেশ সহ মহাদেশ কোনটি
অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে, সবচেয়ে বেশি সংখ্যক দেশ সহ মহাদেশ কোনটি এ সম্পর্কে। তাহলে চলুন জেনে নিই সবচেয়ে বেশি দেশ রয়েছে কোন মহাদেশে এ সম্পর্কে-
পৃথিবীতে মোট ৭ টি মহাদেশ বা বড় ভূখন্ড রয়েছে। এই মহাদেশ গুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে- আফ্রিকা মহাদেশে। এই মহাদেশের মোট দেশের সংখ্যা ৫৪ টি। কিন্তু আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যা এই দুইটি দিক বিবেচনা করলে আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ।
আবার এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমির অবস্থান। আর এই সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তর অংশের প্রায় পুরোটা জুড়েই এই মরুভূমির অবস্থান।
পশ্চিম এশিয়ার দেশ কয়টি ও কি কি
প্রিয় পাঠক, আপনি যদি আর্টিকেলের উপরের অংশটি ভালোভাবে পড়ে থাকেন, তাহলে ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিম এশিয়ার দেশ কয়টি ও কি কি এ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। সুতরাং আপনি যদি আর্টিকেলের উপরে বর্ণিত অংশটুকু পড়ে না থাকেন, তাহলে অনুগ্রহ করে পড়ে নিবেন।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টি
অনেকেই জানতে চেয়ে থাকেন যে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টি এ সম্পর্কে। তাহলে চলুন জেন নিই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কতটি এই সম্পর্কে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হল মোট ১১টি। আর এই ১১ টি দেশের নাম ইতিমধ্যে আর্টিকেলের উপরের অংশে বর্ণনা করা হয়েছে। যা আপনি হইতো ইতিমধ্যে লক্ষ্য করেছেন।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি
অনেকেই জানতে চান যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি এই সম্পর্কে। আজকের আর্টিকেলে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন জেনে নিই বর্তমানে দক্ষিণ এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী দেশ গুলোর নাম।
বর্তমানে দক্ষিণ এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী দেশ গুলো হল-
- ভারত
- পাকিস্তান
- আফগানিস্তান
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলের মধ্যমে ইতিমধ্যে এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং এশিয়া মহাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন। সুতরাং আপনি যদি একজন চাকরি প্রার্থী এবং ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই তথ্য গুলো আপনার জন্য অনেক প্রয়োজনীয় হতে পারে।
আজকের আর্টিকেলের কোনো তথ্য যদি আপনার কাছে ভুল বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে প্রমাণ সহ সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার পরিচিতদের নিকট শেয়ার করবেন।
আজকের আর্টিকেলটি অনেক সময় ও ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিভিন্ন ধনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kanon24.com নিয়মিত ভিজিট করতে পারেন। এতে করে বিভিন্ন ধরনের তথ্য আপনি সহজেই জানতে পারবেন। ধন্যবাদ।
কানন২৪ এর নীতিমালা মেনে মন্তব্য করুন।প্রতিটি মন্তব্যের জবাব দেওয়া হয়;
comment url